
বাংলা চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত পরিচালক সুমন মুখোপাধ্যায় এবারে দর্শকদের জন্য আনতে চলেছেন একটি নতুন সিনেমা “অসমাপ্ত”। বিশিষ্ট ঔপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস আশ্চর্য ভ্রমণ অবলম্বনে সুমন মুখোপাধ্যায় ছবিটি পরিচালনা করেছেন। এই সিনেমার কাস্টিংয়ে আছেন পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ব্রাত্য বসু সহ বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীরা।

সিনেমার শুটিং হচ্ছে উত্তরবঙ্গের কোলাখাম, লাভাতো সহ বিভিন্ন জায়গায়। ছবিতে গৃহবধূ “টুকি”-র চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় আর পাওলির চরিত্রের নাম “মিতুন”। এই প্রথম বারের জন্য অভিনেত্রী স্বস্তিকা এবং অভিনেতা ব্রাত্য বসু এক সাথে জুটিতে কাজ করছেন। ছবিটি প্রযোজনা করছেন পবন কানোরিয়া। পরিচালক সুমন মুখোপাধ্যায়ের এই ষষ্ট ছবিটি মানুষের মনে জায়গা করে নিতে পারে সেটাই এখন দেখার বিষয়।