দেবী দুর্গার ত্রিনয়ন, যার জ্যোতিতে আলোকিত বিশ্ব। সৃষ্ট প্রাণ। আমরা দেবী দুর্গাকে চোখে দেখিনি দেখিনা। কিন্তু দুর্গা মানে এক শক্তি। নারী শক্তি। ধরিত্রীতে সকল নারীর ত্রিনয়ন আছে তাঁর অন্তরে যা তাঁর শক্তি। কখনও তাঁকে কাজ লাগানো হয় বেশীক্ষেত্রে হয়না।ভয় পাই বলেই আমরা , তারাও ভয় দেখায়।আজকের সমাজে নারীরা কতটা নিরাপদ ?এখনও কলকাতা শহরের রাস্তায় মেয়েরা একা বেরোলে বাড়ির লোকরা ভয় পায়? শহর নিরাপদ নয়। শরীর খেতে রাতের নেকড়েরা ঘুরে বেড়াচ্ছে।কিন্তু একবার যদি দেবী শক্তি ত্রিনয়ন জেগে ওঠে সমস্ত অশুভ শক্তির বিনাশ হবেই হবে।
এমন তিন খানি গল্প, তিনজন ভিলেন, একটা ক্রাইম নিয়ে শর্ট ফিল্ম আসতে চলেছে ‘অকাল বোধন’। ‘অকাল বোধন’ ছোটো ছবির ভাবনা ও পরিচালনায় বাসুদেব কৃষ্ণ।চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনুভব ঘোষ।নতুন মুখদের নিয়েই এই সাহসী ছবি নির্মান করেছেন পরিচালক। অভিনয়ে অরুনাভ দে, মৌপ্রিয়া ব্যানার্জ্জী, পারমিতা মুখার্জ্জী, অনুরূপা চক্রবর্তী ,পার্থ চক্রবর্তী, তপতী মুন্সী, পঙ্কজ মুন্সী, স্বাতীলেখা মজুমদার, অনুব্রত গুপ্ত। মহালয়ার দিন ইউটিউবে ছবিটি রিলিজ করতে চলেছি আমরা । ‘অকাল বোধন’ এই ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিটির আবহ সঙ্গীত নজরকাড়া অনবদ্য। আলোর ব্যবহার ছবির মান উন্নত করেছে।
এক নতুন চমক পেতে দেখতেই হবে বাসুদেব কৃষ্ণর এই ছবি।
Written by শুভদীপ বন্দ্যোপাধ্যায়।