প্রয়াত স্বরুপ দত্ত। আজ ভোরে দীর্ঘ রোগ ভোগের পর। প্রয়াত অভিনেতা শেষ জীবনে প্রচারের বাইরেই ছিলেন।কিন্তু শুরুটা যার ছিল অনবদ্য। ছায়া দেবী,উত্তম কুমার,তনুজা,অপর্ণা সেন,জয়া ভাদুড়ি বচ্চন,মৌসুমী, দেবশ্রী রায়,তাপস পাল দের সঙ্গে যিনি চুটিয়ে বড় পর্দায় অভিনয় করেছেন। কখনও নায়ক শেষদিকে ভিলেন। নায়ক হয়ে তো খুব নাম করেন।আপনজন, পিতাপুত্র,এখনি র মতো ছবিতে। তপন সিনহার হাত ধরে যার ফিল্মে আসা। অজয় করের মধুবন ও বিষবৃক্ষ ছবিতেও ছিলেন। আশির দশকে খুব হিট ছবি ‘চোখের আলোয়’। বলিউডে করেছেন ‘উপহার’ র মতো ছবি জয়া ভাদুড়ির নায়ক হয়ে। দেবশ্রী তাপস প্রসেনজিৎ স্বরুপ বীনা অনিল চ্যাটার্জ্জী অভিনীত। ভিলেনে দুরন্ত দাপট দেখান স্বরুপ। ‘একটু ছোঁওয়া একটু লাগা’ কিংবা ‘জাদু জাদু’ আশাজির ক্যাবারে গান বীণা স্বরুপ তাপসের দৃশ্যায়নে আইকনিক।শেষ কয়েক দশক ছবি থেকে বিরতি নিয়ে জমি বাড়ির কন্ট্রাক্ট করায় কিছুজনের কাছে বাস্তবেই ভিলেন হয়ে ওঠেন। সুদর্শন রূপ গায়ে শ্বেতী হয়ে যায়। শেষটা ঘেঁটে গেছিল কেমন। আজকের দিনে সেসব কথা থাক। কিন্তু দর্শক ওনাকে ভোলেনি। কোথায় কেমন আছেন সবাই খোঁজ করতেন।
ষাট-সত্তরের দশকে বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন স্বরূপ দত্ত ৷ তপন সিংহ পরিচালিত অনেকগুলি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে- ‘আপনজন’, ‘এখনই’, ‘সাগিনা মাহাতো’ , ‘হারমোনিয়াম’। এছাড়াও ‘পিতা-পুত্র’, ‘মা ও মেয়ে’ , ‘অচেনা অতিথি’ ,সাধারন মেয়ে ইত্যাদি৷ গত শনিবার থেকে মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ গত ৩দিন ধরে ছিলেন ভেন্টিলেশন৷ বুধবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর৷তাঁর অভিনীত আপনজন, এখনই, অচেনা অতিথি-র কথা কখনই ভুলবেন না বাঙালি দর্শক৷ বাঙালি সুপুরুষ নায়ক হিসেব স্বরূপ দত্ত চিরকালই থেকে যাবেন বাঙালির মনে৷
তাঁর পুত্র পরিচালক সারণ দত্ত। ‘রাত বারোটা পাঁচ’ খ্যাত। আপনজন হয়েই থাকবেন স্বরুপ দত্ত।
লেখক শুভদীপ বন্দ্যোপাধ্যায়।