তিনজনের টেলিভিশনে কামব্যাক অনেকদিন পর। কারো এক দশক কারো এক দুই বছর পর। আর সেটা ঘটল টেলিকুইন লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। এক দশক পর ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। ‘শ্রীময়ী’ ধারাবাহিকে এবার তাঁকে দেখা যাবে। ইন্দ্রাণী হালদারের সঙ্গে টক্কর যার সিরিয়ালে। স্টার জলসা যখন প্রথম শুরু হয় তখন ‘এখানে আকাশ নীল’ মেগাই ছিল ঊষসীর শেষ মেগা। মাঝে কেটে গেছে দশ বছর। এরমধ্যে ঊষসী অঞ্জন দত্তর হাত ধরে চলে আসেন ফিল্মে। ‘রঞ্জনা আমি আর আসবনা’ থেকে ব্যোমকেশ র সত্যবতীর রোলে মন জয় করেন ঊষসী। দশ বছর পর আবার ফিরলেন মেগায়।লীনার সঙ্গে কাজ করেছিলেন অনেক বছর আগে ‘সোনার হরিন’ সিরিয়ালে।
ব্যক্তিগত জীবনে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ‘উইমেন স্টাডিজ’-এ পিএইচডি করছেন ঊষসী। তাই নিয়েও ব্যস্ত তিনি। তাই ‘শ্রীময়ী’ বাদে অন্য কোনো কাজ করছেননা আপাতত। স্বাধীনতার আগে থেকে সাতের দশক অবধি যেসব নারীরা সক্রিয় রাজনীতিতে এসছিলেন গবেষণার বিষয় হিসেবে তিনি বেছে নিয়েছেন। তাঁর বাবা কমরেড শ্যামল চক্রবর্তী। মা ও সক্রিয় রাজনীতিতে যুক্ত। তাই মাকে ট্রিবিউট জানিয়ে তাঁর এই গবেষণার বিষয়।অন্যদিকে অম্বরীশ ফিরছেন একই সিরিয়ালে। ইন্দ্রাণী হালদারের ভাইয়ের চরিত্রে। শ্রীময়ীর ভাই। এরআগে ‘গোয়েন্দা গিন্নী’ তে ইন্দ্রাণীর দেওরের ভূমিকায় অম্বরীশ করেছেন। অম্বরীশ ইন্দ্রাণী সবার মন জয় করেন। এবারও ভাইবোনের জুটি এই সিরিয়ালে যেন ফ্রেশ অস্কিজেন শ্রীময়ীর শ্বশুরবাড়িতে অনেক তির্যক মন্তব্যর মাঝে। মাঝে অম্বরীশ ছবি ও মুম্বাইতেও বিজ্ঞাপনের কাজে ব্যস্ত ছিলেন।বিরতি নেন সিরিয়াল থেকে। বিরসা দাশগুপ্তর ‘বিবাহ অভিযান’ ছবিতেও দেখতে পাব আমরা অম্বরীশকে। এই সিরিয়ালের পাশাপাশি নতুন ছবিতেও কাজ করবেন তেমনটাই জানিয়েছেন এই গুণী অভিনেতা।
রোহিত সামন্ত। ‘বয়েই গেলো’ থেকে ‘চোখের বালি’ র মহেন্দ্র করে জনপ্রিয় হন। মাঝে নেন বেশ কিছুদিনের বিরতি।বিরতি তে রোহিত বেরিয়ে পড়েন ক্যামেরা নিয়ে ভ্রমনে। ফটো তোলা রোহিতের প্যাশন। অভিনয়ে হাঁফিয়ে উঠলেই তাঁর কাছে মুক্ত অস্কিজেন এটাই। এবার রোহিত ফিরলেন আবার। শ্রীময়ী ইন্দ্রাণী হালদারের বড় ছেলে ডাক্তারের ভূমিকায়।
লীনা গঙ্গোপাধ্যায় এক করলেন তিনজনের কামব্যাক তাঁর ‘শ্রীময়ী’ সিরিয়ালে।
Written by শুভদীপ বন্দ্যোপাধ্যায়।
বাংলা বিনোদনের সাথে জুড়ে থাকতে Click Here