দুপুরে কলকাতার ডিম আলু চিকেন বিরিয়ানি থেকে বিকেলের লিকার চা হয়ে ডিনারে ডাব চিংড়ি। এরকম খাবার নিয়েই নানা পদ নিয়েই আসছে পুজোয় নতুন বাংলা ওয়েবসিরিজ। জিভে জল আনা পদ নিয়ে ওয়েব সিরিজ করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘আইডিয়াজ’। প্রেম,রোম্যান্স কিংবা কোনো গল্পটা বৃদ্ধাশ্রম নিয়ে। ছোটো গল্প অনেক গুলো এক ছবিতে।
এ বছর পুজোয় ফুড অ্যানথলজি বিষয়ে চারটে ছবি নিয়ে ‘জি ফাইভ’-এর এই ওয়েব সিরিজ আসছে। পরিচালনা করেছেন চারজন পরিচালক চারটি ছোটো ছবি। তিনটি ছবির দায়িত্বে ‘আইডিয়াজ’। তিনটি ছবির গল্প জানা গেল। পরিচালিকা অদিতি রায়ের ছবির নাম ‘দাওয়াত-এ বিরিয়ানি’। সুহাসিনী মুলে এই ছবিতে অভিনয় করবেন। পরিচালিকা দেবারতি গুপ্তর ছবি ‘ফিলটার কফি , লিকার চা’।এক দক্ষিণী ছেলে আর বাঙালি মেয়ের গল্প। ‘দু’জনের প্রেম, ঝগড়া খুনসুটি নিয়ে গল্প। ছেলের ভূমিকায় থাকছে নিশান আর মেয়েটির ভূমিকায় প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে রয়েছেন উষা উথ্থুপ কলকাতার উষাদি এবার অভিনয়ে।
সুদীপ দাসের ছবি একদমই বাঙালী। বৃদ্ধাশ্রমের প্রবীন নাগরিকদের নিয়ে গপ্প। সেখানে মা-ঠাকুমার হাতের হারিয়ে যাওয়া সব রান্নার কথা উঠে আসবে। ‘ডাব চিংড়ি’-কে ঘিরে গল্প জমবে।’ আর এই গল্পেই অভিনয় করতে চলেছেন সন্ধ্যা রায়। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘মনোজদের অদ্ভুত বাড়ি’ ছবিতে। প্রসেনজিতের শুরুর দিকে অনেক ছবিতেই সন্ধ্যা রায় বৌদি দিদি হয়েছেন। এবার দিদি ভাইয়ের প্রযোজিত ছবিতে।
পুজোয় এবার শুধু বড়পর্দায় ছবির লড়াই নয়। ওয়েব সিরিজও প্রতিযোগিতায় রয়েছে। শুভকামনা।
Written By – শুভদীপ বন্দ্যোপাধ্যায়