‘অন্তর্ধান’ ছবি করেছিলেন তপন সিনহা। একটি সত্য ঘটনা অবলম্বনে। এক ডাক্তারবাবুর কন্যা নিরুদ্দেশ হয়ে যাওয়ার সত্যি ঘটনা। যেটি নিয়ে ছবি করেন তপন সিনহা। আইকনিক ছবি। সৌমিত্র,মাধবী,শতাব্দী। তপন সিনহার ছবিটা ছিল আর্ট ফিল্ম। কিন্তু এবার আসতে চলেছে এক হারানো মেয়েকে খোঁজার গল্প বানিজ্যিক অ্যাকশন মোড়কে। ‘ কিডন্যাপ ‘।
‘কিডন্যাপ’ ছবির আইডিয়াটা কি ভাবে এল? আমরা অনেকেই দেখি কলকাতার রাস্তাঘাটে দেওয়ালে চারকোল দিয়ে একটি মেয়ের ছবি দিয়ে লেখা থাকে ‘মিসিং গার্ল’। এইরকম ছবি দেখে সবাই বুঝতে পারতনা আগে কি ব্যাপারটা। কিন্তু জানা গেলো পরে এগুলো মিসিং গার্ল এজেন্সি, সঙ্গে টোল ফ্রি নম্বর। এভাবে কত শিশুকন্যা থেকে মেয়েরা হারিয়ে যাচ্ছে নারীপাচার চক্রে কিংবা অন্যভাবে,তাদের খবর তাদের পরিবারের খবর আমরা কজন রাখি এবার আবার এক পিতার কন্যা হারানোর গল্প নিয়ে ছবি হতে চলেছে এই দশকে। সেই একই বয়সের কন্যা প্রায়। এটিও সত্য ঘটনা অবলম্বনে। ২১ বছরের মেয়ে নিখোঁজ ।বহু চেষ্টা করছেন তাঁর বাবা, পুলিশ থেকে আমলা প্রত্যেকের দরজায় কড়া নাড়ছেন মেয়েকে উদ্ধারের আশায়। সংবাদমাধ্যম থেকে সরকার, সবার কাছেই পৌঁছে গিয়েছে সে খবর। কিন্তু কোনো কাজের কাজ হচ্ছেনা। আসছেনা নিরুদ্দেশ মেয়ের খবর। এবার একজন সাহসী মহিলা সাংবাদিক নেমে পড়লেন ময়দানে ৷ তাঁকে জানতেই হবে মেয়েটির খবর।ফিরিয়ে দিতে হবে এক কন্যাহারা পিতাকে। কিন্তু তিনিই শেষ পর্যন্ত খপ্পরে পড়ে গেলেন সেই নারীপাচার চক্রের ৷ এবার নতুন চমক, এ বার ময়দানে নামলেন আর এক সাধারণ মানুষ ৷ যিনি নিজের কাঁধে দায়িত্ব তুলে নিলেন ওই রহস্যভেদ করার। ঐ সাংবাদিক মহিলা আর উপোরিক্ত মেয়েটিকে দুজনকেই খুঁজে বার করবে এই নতুন নায়ক।
হ্যাঁ এই নিয়েই আসন্ন ছবি ‘কিডন্যাপ’ র গল্প। আগামী ঈদে আসতে চলেছে। সুরিন্দর ফিল্মস প্রযোজিত এ ছবি। ছবির মূল চরিত্রে দেব ও রুক্মিনী মৈত্র। আবার এই জুটি একসঙ্গে।ছবিতে দেব-রুক্মিনী ছাড়াও অভিনয় করেছেন চন্দন সেন, শ্রীপর্ণা সেন, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছবির পরিচালনায় রাজা চন্দ। ছবির সঙ্গীত পরিচালক অনেক দিন পর আবার জিৎ গঙ্গোপাধ্যায় ৷ছবির গান “আমি তোমাকে ভালোবাসি’ ইতিমধ্যেই হিট। কোরিওগ্রাফার বাবা যাদব।ডায়লগ অনেক দিন পর এন কে সলিল। মারকাটারি ডায়লগে গানে গল্পে দুরন্ত ছবি আসছে বলাই বাহুল্য এই উৎসব মরশুমে।
মুক্তি পেয়েছে ছবির পোষ্টার টিজারও যেখানে দেব দু হাতে বন্দুক নিয়ে, জিপের থেকে দেখা যাচ্ছে দেবকে। দেবের অ্যাকশনে ভরা লুক এ ছবিতে। ভোট শেষ হতেই ভোটে জয়ী দেব রাজ্য লোকসভা সামলেও ছবির প্রচারে এখন নেমে পড়েছেন পুরো দমে। দেব-রুক্মিনীর রোম্যান্স থেকে ঠাসা অ্যাকশনে ভরা ছবি ‘কিডন্যাপ’ দর্শকদের ঈদে সেরা উপহার।