উইনডোজ নিবেদিত ‘গোত্র’ রিলিজ করেছে জন্মাষ্টমীতে। ইতিমধ্যে বক্সঅফিস কালেকশানে সর্বোচ্চ হয়েছে ছবিটি। কলকাতা সহ শহরতলীর প্রতিটি হলের প্রতিটি শো হাউসফুল। শিবপ্রসাদ-নন্দিতা জুটির প্রতিটি ছবিতেই সামাজিক মেসেজ থাকে।’গোত্র’ ছবিও সেই বার্তা দিয়েছে যেখানে ধর্ম বর্ণ গোত্রর চেয়ে মানবতা মনুষ্যত্ব বড়। আর এই বার্তাতেই দর্শকের চোখ ভিজে যাচ্ছে। এই ছবি এই সময়ে ভীষন প্রাসঙ্গিক প্রতিটি দর্শকের মুখে একই কথা।
লাল হাউসফুল বোর্ড বাংলাছবির প্রতিটি শো এ এই সময়ে দাঁড়িয়ে বিরল ঘটনা। কিন্তু শিবপ্রসাদ-নন্দিতার ছবি চিরকালই ব্যতিক্রম। দর্শক ছবি দেখে বেরিয়ে বলছে আপনাদের প্রতিটি ছবি দেখি এই ছবি দেখেও আমরা মুগ্ধ। এমন ভাবেই তো ভাবা উচিৎ। তাহলে সমাজের একা মানুষরা আর নিজেদের একাকীত্ববোধ করবেনা নিরাপত্তাহীনতায় ভুগবেনা। সমাজকে পরিবার বানানোর রাস্তা দেখিয়েছে ‘গোত্র’ ছবি। কলকাতাতে এই মাসে সর্বোচ্চ ব্যবসা করেছে ‘গোত্র’ ছবিটি। ব্যবসায়িক সাফল্যে এগিয়ে রয়েছে ছবিটি। শুধু তাই নয় মাল্টিপ্লেক্স তো আছেই, কিন্তু মফস্বলের বহু সিনেমা হল যেগুলো বানিজ্যিক ভালো বাংলা ছবির অভাবে দর্শক শূণ্য হওয়ায় উঠে যেতে বসেছিল সেইসব সিঙ্গেল স্ক্রীন গুলিতেও রমরম করে চলছে উইনডোজের ‘গোত্র’। বাংলা ছবি ও বাংলার সিনেমা হল গুলো যেন নতুন প্রাণ ফিরে পেল।
বহু দর্শক ছবির মুখ্য অভিনেত্রী অনসূয়া মজুমদারকে বলছেন “অনসূয়া দি আপনাকে জাতীয় পুরস্কার দেওয়া উচিৎ যে ভাবে এই বয়সে ছবিটিকে টেনেছেন।”তেমনি নাইজেল আক্কারার জনপ্রিয়তা, দর্শক উন্মাদনা ‘গোত্র’ দেখতে গিয়ে হলে দর্শকদের মধ্যে কিছু কম নয় , জিত দেব-দের তুলনায়। যেন নতুন নায়ক পেল টলিউড।মানালী দে কে এক মুসলিম নারী চরিত্রে সিরিয়ালে দেখে অভ্যস্ত দর্শক সেই শবনমকে হলে টিকিট কেটে হিন্দু মেয়ে ঝুমা পালকে দেখতেও দর্শক উন্মাদনা তুঙ্গে।অম্বরীশ ভট্টাচার্যর নিখাদ কমেডি দর্শককে মাতিয়ে দিয়েছে হাসির ফোয়ারায়। ‘গোত্র’ ছবির গানও সবার কলার টিউনে। শ্রেয়া ঘোষালের নীল দিগন্তে, অরিজিৎ সিং র মা কিংবা সুরজিৎ চ্যাটার্জ্জী ইমন চক্রবর্তীর ‘রঙ্গবতী’।
আজকের সবচেয়ে বড় খবর বাংলার বাইরে রিলিজ করছে ‘গোত্র’। ১৩ ই সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার দিল্লী, মুম্বাই পুণে,নয়দা,গুরগাঁও, ব্যাঙ্গালুরু,হায়দ্রাবাদ,জামসেদপুর,ভূবনেশ্বর প্রভৃতি মেট্রো শহরে মুক্তি পাচ্ছে ‘গোত্র’। শুধুমাত্র বাঙালীরা নয় অবাঙালীদেরও ছবিটি মন ছুঁয়ে গেছে। বাংলার বাইরে যে বাঙালীরা থাকেন তাঁদের জন্য সুবর্ন সুযোগ এই ছবি দেখার নিকটবর্তী হলে।
Written by শুভদীপ ব্যানার্জ্জী