চলে গেলেন বিদ্যা সিনহা। যিনি আলোচনা প্রচারের বাইরে ছিলেন। বলিউড মানে শুধু বিদ্যা বালান নন। তাঁর আগেও সত্তর দশকে দমকা মুক্ত হাওয়ার মতো মধ্যবিত্তর স্বপ্নসুন্দরী আসেন বিদ্যা সিনহা। বিদ্যা সিনহা বাসু চ্যাটার্জ্জীর ‘রজনীগন্ধা’ ছবি দিয়েই সবার চোখে পড়েন আইকনিক হয়ে যান। সলিল চৌধুরী লতাজীর ‘রজনীগন্ধা’ গান দিয়েই বিদ্যা সিনহা অমর রয়ে যাবেন।ছোটি সি বাত, পতি পতনি অউর ও, কিরাদার অনেক ছবি করেন সত্তর আশির দশক জুড়ে। তারপর টিভি সিরিয়ালও করতেন কিছুদিন।অমল পালেকার থেকে সঞ্জীব কুমার থেকে বাংলার মহানায়ক উত্তম কুমারের সঙ্গে ‘কিতাব’, ‘প্লট নম্বর 5’ র মতো ছবি করেছেন।
ভারতের স্বাধীনতার বছরেই তাঁর জন্ম 1947। তাই স্বাধীনতার বাহাত্তর বছরেই ইতি। শ্বাসকষ্ট জনিত একটি জটিল রোগে আক্রান্ত ছিলেন অভিনেত্রী।
জানেমন জানেমন তেরে দো নয়ন
চোরি চোরি লেকে গয়া দেখো মেরা মন।