
বিপদের মাঝখানেই কি লুকিয়ে আছে ভালবাসা? একদিকে রয়েছে প্রফেশনের কর্তব্য, আর অন্যদিকে দাঁড়িয়ে রয়েছে সাক্ষাত মৃত্যুর হাতছানি। আর এর মাঝখানেই প্রেম এল জনৈকা পুলিশকর্মী ও এক সাংবাদিকের জীবনে। এর মাধ্যমে আগামী ৩০শে জানুয়ারি থেকে স্টার জলসা ও স্টার জলসা HD চ্যানেলে প্রতিদিন সন্ধে সারে ৮টায় বাঙালির ঘরে ঢুকে পড়তে চলেছে বাধা না-মানা প্রেমকাহিনী “স্বপ্ন উড়ান”। এখানে রাহুল ব্যানার্জি-কে দেখা যাবে একটি টিভি চ্যানেলের সাংবাদিক হিসেবে আর জনপ্রিয় সিরিয়াল “কিরণ মালা” খ্যাত অভিনেত্রী রুকমা রায়-কে দেখা যাবে মহিলা পুলিশ অফিসার হিসেবে।