
ঘরে বসে থাকা মানুষদের বিনোদনের কেন্দ্রবিন্দু হল টেলিভিশন ।সেই টেলিভিশন বহুকাল ধরেই আমাদের অবসর সময় কাটানোর খোরাক জুগিয়ে ছলেছে ভিন্ন সাদের নানান সিরিয়াল।সেই সিরিয়াল গুলির মধ্যেই এমন কিছু সিরিয়াল যার এপিশোড শেষ হয়ে গেলেও রয়ে গেছে তাদের রেশ। সেরকমি একটি সিরিয়াল হল রাশি,যার গল্প শেষ হয়ে গেলেও রাশি-উজ্জ্বল এর অনন্য কেমিস্ট্রি আজও আমাদের স্মৃতিতে অক্ষত। অভিনয়ের নিরিখে তাদের আমরা রাশি-উজ্জ্বল নামে জানলেও তারা আসলে গিতশ্রী রায় এবং ইন্দ্রজিৎ বোস । রাশি সিরিয়ালটির অসাধারন সমাপ্তির পর অনেকেই হয়ত প্রত্যাশা করেছিলেন এই অসাধারণ জুটির আরও কিছু কাজ দেখার,তাই এইবার সকলের সেই প্রত্যাশার কথা মাথায় রেখে স্টার জলসা তার সকল দর্শকদের জন্যে নতুন বছরের উপহার স্বরূপ দিতে চলেছে “দেবিপক্ষ” নামের একটি সিরিয়ালের উপহার । যেখানে আবারো দেখা যাবে এই জুটির ম্যাজিকাল কেমিস্ট্রি । তবে দেবিপক্ষের শুরুতেই যে এই সিরিয়ালটি দর্শকদের মন জয় করবে সে বিষয়ে কোন দিমত নেই। তারজন্য অপেক্ষা মাএ আর কয়েকটাদিনের , আগামী ৩০’শে জানুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যে ৬’টায় দেখাযাবে শুধুমাত্র ষ্টার জলসায়।