
ঋষি আর আবীর, এক দম্পতি তবে কেউই আটপৌরে নয়। আধুনিক দম্পতি যেমনটা হয়ে থাকে ঠিক তেমনই। হটাৎ করেই একদিন শারীরিক ভাবে মিলিত হওয়ার সময় ভুলবশত সেই দৃশ্য ক্যামেরা বন্দী হয় ফেসবুক লাইভে। বন্ধুবান্ধবদের বিদ্রুপ আর কিছু কুরুচিকর মানুষের অপ্রত্যাশিত ব্যবহার তাদের জর্জরিত করে তোলে। এরপরই তাদের সন্মুখীন হতে হয় বিভিন্ন পরিস্থিতির।
স্যোশাল মিডিয়ার এই ভয়ঙ্কর রূপ শেষ পর্যন্ত কি পরিনতি দেবে এই দম্পতিকে সেই গল্পের ওপরই কলম আর ক্যামেরা দুই’ই চালিয়েছেন পরিচালক সঞ্জয় ভট্টাচার্য্য। শেষবার তাঁর কাজ দেখতে পাওয়া গেছিলো ‘সাঁস’ নামের শর্টফিল্মে। সেটা মাস তিন আগের কথা। চলতি মাসে আবারো স্বমহিমায় ফিরলেন তিনি। সঙ্গে নিয়ে এলেন আরও একটি শর্টফিল্ম, নাম ‘লাইভ স্টোরি’।
উপরিউক্ত গল্পের ওপর ভর করে ছবিটি বানিয়েছেন সঞ্জয়। আপাতত তা ইউটিউবে সহজলভ্য। সোমরাজ, আয়ুশি এবং ইন্দ্রনীল’কে দেখতে পাওয়া গেছে ছবিটির প্রধান চরিত্রে। পরিচালক সঞ্জয় ভট্টাচার্য্য তাঁর নিজের কাজের কারণে এমনিতেই বেশ পরিচিতি দর্শকদের কাছে। আশা রাখা যায় এবারও তাঁর কাজ মানুষের মনে ধরবে।