
বাংলা ছায়াছবি শতবর্ষে। বাংলা চলচ্চিত্রের সেই সুদীর্ঘ ১০০ বছর পথটাই এবার উঠে আসছে ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। শুরুর পথ চলায় তখন সিনেমা কথাটা কেউ বলতনা। সিনেমাকে বলা হত বায়োস্কোপ। সেই বায়োস্কোপ থেকে বই – সিনেমা – ছায়াছবি – ছবি – চলচ্চিত্র … নানা নাম পেরিয়ে আজ বাংলা ছবি একশো বছরে।
বাংলায় চলচ্চিত্রের সূচনা ১৮৯০ সাল থেকে যখন কলকাতার থিয়েটারে বায়োস্কোপ দেখানো হতো। একদশকের মধ্যেই ইন্ডাস্ট্রির বীজবপন করেন হীরালাল সেন। তিনি রয়েল বায়োস্কোপ কোম্পানি প্রতিষ্ঠা করে কলকাতার স্টার থিয়েটার, মিনার্ভা থিয়েটার, ক্লাসিক থিয়েটার প্রভৃতিতে জনপ্রিয় শো দেখাতেন। প্রথম বাঙ্গালি চলচ্চিত্র নির্মাতা, তথ্যচিত্র নির্মাতা, বিজ্ঞাপনচিত্র নির্মাতা এবং চলচ্চিত্র প্রদর্শক হীরালাল সেন।
কিন্তু দাদা সাহেব ফালকের আলোকে মেঘে ঢাকা তারা হয়ে রয়ে গেলেন হীরালাল সেন। প্রথম বাংলা নির্বাক ফিচার ফিল্ম ছিল ‘বিল্বমঙ্গল‘ যেটি ১৯১৯ সালে মদন থিয়েটারের ব্যানারে নির্মিত হয়। প্রথম সবাক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জামাই ষষ্ঠী’।
এরপর প্রমথেশ বড়ুয়া, দেবকী কুমার বোস, পঙ্কজ কুমার মল্লিক, রাইচাঁদ বড়াল, কানন দেবী, শিশির কুমার ভাদুড়ী সব চলচ্চিত্র ভগবান ভগবতীদের সাহচর্যে বাংলা ছবি সমৃদ্ধ হতে থাকে।
উত্তম কুমার, সুচিত্রা সেনের জুটি যেমন একদিকে মূলধারার ছবিকে বানিজ্যের দিক দেখায় চিত্তবিনোদনের ছবি দেয় তেমনি ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, হরিসাধন দাশগুপ্ত, মৃণাল সেন, তপন সিংহ মননশীল ছবিতে পথ দেখান। অজয় কর, অসিত সেন, চিত্ত বসু, বিজয় বসু, সরোজ দে, অগ্রদূত,অগ্রগামী,যাত্রিক নিয়ে আসেন স্বর্ণযুগ।
২০১৮, সময়ের হিসেবে বাংলা চলচ্চিত্রের বয়স একশ’ বছরে পর্দাপন করছে। ১০ নভেম্বর থেকে কলকাতায় শুরু হল ২৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বাংলা চলচ্চিত্রের একশো বছরকে মনে রেখে, মহানায়ক উত্তম কুমার ও তনুজা মুখার্জ্জী অভিনীত ‘এ্যান্টনি ফিরিঙ্গি’ দিয়ে এই উৎসবের সূচনা হল।
চলচ্চিত্রের জনক হীরালাল সেনের স্মরণে ১৩ নভেম্বর মধুসূদন মঞ্চে প্রদর্শিত হবে নাটক ‘হীরালাল বায়োস্কোপ’। ‘হীরালাল’ , হীরালাল সেনের জীবনী ছবি অরুন রায় পরিচালিত দেখানো হবে চলচ্চিত্র শতবর্ষ ভবনে।
বাংলা ছবির ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রদর্শিত হবে ১৩ টি বাংলা ছবি।
১. আলিবাবা (১৯৩৭)
পরিচালনায় : মধু বসু।
অভিনয়ে : সাধনা বসু, মধু বসু, সুপ্রভা মুখোপাধ্যায়।
স্থান ও সময় – ১২ নভেম্বর চলচ্চিত্র শতবর্ষ ভবন, বিকেল ৪ ঘটিকায়
২. মুক্তি (১৯৩৭)
পরিচালনায় : প্রমথেশ বড়ুয়া।
অভিনয়ে : প্রমথেশ বড়ুয়া, কানন দেবী, মেনকা দেবী।
স্থান ও সময় – ১১ নভেম্বর চলচ্চিত্র শতবর্ষ ভবন, বিকেল ৪ ঘটিকায়
৩. উদয়ের পথে (১৯৪৪)
পরিচালনায় : বিমল রায়।
অভিনয়ে : রাধামোহন ভট্টাচার্য্য, দেবী মুখোপাধ্যায়, বিনতা রায়, রেখা মল্লিক।
স্থান ও সময় – ১৩ নভেম্বর চলচ্চিত্র শতবর্ষ ভবন, বিকেল ৪ ঘটিকায়
৪. কাবুলিওয়ালা (১৯৫৭)
পরিচালনায় : তপন সিংহ
অভিনয়ে : ছবি বিশ্বাস, রাধামোহন ভট্টাচার্য্য, টিঙ্কু ঠাকুর, মঞ্জু দে।
স্থান ও সময় – ১৪ নভেম্বর চলচ্চিত্র শতবর্ষ ভবন, বিকেল ৪ ঘটিকায়
৫. গঙ্গা (১৯৬০)
পরিচালনায় : রাজেন তরফদার।
অভিনয়ে : নিরঞ্জন রায়, সন্ধ্যা রায়, রুমা গুহঠাকুরতা।
স্থান ও সময় – ১৫ নভেম্বর চলচ্চিত্র শতবর্ষ ভবন, বিকেল ৪ ঘটিকায়
৬. সপ্তপদী (১৯৬১)
পরিচালনায় : অজয় কর।
অভিনয়ে : সুচিত্রা সেন, উত্তম কুমার, ছবি বিশ্বাস,ছায়া দেবী।
স্থান ও সময় – ১১ নভেম্বর চলচ্চিত্র শতবর্ষ ভবন, বিকেল ৬ ঘটিকায়
৭. উত্তর ফাল্গুনী (১৯৬৩)
পরিচালনায় : অসিত সেন।
অভিনয়ে : সুচিত্রা সেন, বিকাশ রায়, দিলীপ মুখোপাধ্যায়, ছায়া দেবী।
স্থান ও সময় – ১২ নভেম্বর চলচ্চিত্র শতবর্ষ ভবন, বিকেল ৬ ঘটিকায়
৮. স্ত্রীর পত্র (১৯৭২)
পরিচালনায় : পূর্ণেন্দু পত্রী।
অভিনয়ে : মাধবী মুখোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, রাজেশ্বরী রায়চৌধুরী।
স্থান ও সময় – ১৩ নভেম্বর চলচ্চিত্র শতবর্ষ ভবন, বিকেল ৬ ঘটিকায়
৯. গণদেবতা (১৯৭৮)
পরিচালনায় : তরুণ মজুমদার।
অভিনয়ে : সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সুমিত্রা মুখোপাধ্যায় , রবি ঘোষ, শমিত ভঞ্জ,সন্ধ্যা রায়,দেবরাজ রায়, অজিতেশ বন্দ্যোপাধ্যায়।
স্থান ও সময় – ১৬ নভেম্বর চলচ্চিত্র শতবর্ষ ভবন, বিকেল ৪ ঘটিকায়
১০. চোখ (১৯৮২)
পরিচালনায় : উৎপলেন্দু চক্রবর্তী।
অভিনয়ে : মাধবী মুখোপাধ্যায়, ওম পুরি, শ্রীলা মজুমদার।
স্থান ও সময় – ১৪ নভেম্বর চলচ্চিত্র শতবর্ষ ভবন, বিকেল ৬ ঘটিকায়
১১. কোনি (১৯৮৬)
পরিচালনায় : সরোজ দে।
অভিনয়ে : সৌমিত্র চট্টোপাধ্যায়, শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়।
স্থান ও সময় – ১৫ নভেম্বর চলচ্চিত্র শতবর্ষ ভবন, বিকেল ৬ ঘটিকায়
১২. পদ্মা নদীর মাঝি (১৯৯৩)
পরিচালনায় : গৌতম ঘোষ।
অভিনয়ে : উৎপল দত্ত, রাইসুল ইসলাম আসাদ, রূপা গঙ্গোপাধ্যায়, রবি ঘোষ, গুলশন আরা চম্পা।
স্থান ও সময় – ১৬ নভেম্বর চলচ্চিত্র শতবর্ষ ভবন, বিকেল ৬ ঘটিকায়
১৩. উনিশে এপ্রিল (১৯৯৬)
পরিচালনায় : ঋতুপর্ণ ঘোষ।
অভিনয়ে : অপর্ণা সেন, দেবশ্রী রায়, চিত্রা সেন, দীপংকর দে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সময় ও স্থান – ১৭ নভেম্বর চলচ্চিত্র শতবর্ষ ভবন, বিকেল ৪ ঘটিকায়
২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রয়াত সুপ্রিয়াদেবীকে শ্রদ্ধা জানাতে হোমেজ বিভাগে প্রদর্শিত হবে ‘মেঘে ঢাকা তারা’।
বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করা হবে নীতা সুপ্রিয়া দেবীকে৷ তাঁর স্মরণে প্রদর্শিত হবে ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ ছবিটি৷