
ইন্দো-ওয়ের্স্টান লুকে এই টলি সেলেবকে কি আপনি চিনতে পারছেন? হ্যা একদম ঠিকই ধরেছেন, এবারের পূজার ফটোশ্যুটের জন্য টলি কুইন শুভশ্রী গাঙ্গুলী এই নতুন লুকে ধরা দিলেন। ধুতির মতো কাঁছা দিয়ে পরা শাড়ি। তার ওপর জ্যাকেট। কোমরে পাতলা বেল্ট। ডান হাতে এক গাছা চুড়ি। পায়ে হান্টার-সু। আর মাথায় টিকলি পরিহিতা এই বঙ্গ ললনাকে নিয়ে সোশাল মিডিয়ায় যেন হৈ-হৈ পরে গিয়েছে!
এ বছর “চালবাজ” সিনেমার পর বেস কিছুদিন ছুটি কাটাবার পর খুব শিগগিরই শুভশ্রীকে দেখা যাবে পরিচালক পাভেলের ছবি ‘রসগোল্লা’-তে।