
বিগত বছরের বেশ কিছু চমকের মাঝে রীতিমতো হারিয়ে গেছিলেন সোহম। তবে চলতি বছরের বিশেষ চমক তিনি নিজেই। ইন্ডাস্ট্রির অন্যতম সফল পরিচালক রাজা চন্দ এর আপকামিং ছবি “আমার আপনজন” এর হাত ধরে আবার ফিরে আসতে চলেছেন টলিপাড়ার বিশিষ্ট নায়ক সোহম চক্রবর্তী। এই ছবির দ্বিতীয় সাসপেন্স আরোও চমকপ্রদ। রাজা চন্দের পরিচালনায় এবার প্রথমবারের জন্য দানা বাঁধতে চলেছে সোহম-শুভশ্রী জুটি।
ইতিমধ্যে শুরু হয়েছে ছবির শ্যুটিং। ইন্ডোর থেকে আউটডোর শ্যুট, সবমিলিয়ে এক ব্যস্ত মেজাজে ছবির ওয়ার্কিং টিম। সেই চুড়ান্ত ব্যস্ততার মাঝে আনন্দের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী‘র হটাৎ উপস্থিতি। শ্যুটিং চলাকালীন সোহমের সাথে কিছু ব্যক্তিগত কাজের তাগিদে স্পটে অবির্ভূত হন প্রসেনজিৎ। যা একেবারেই চমকে দিয়েছিলো গোটা টিম মেম্বারদের। এরই সাথে ছবির প্রতি বুম্বাদার শুভেচ্ছা বার্তা রীতিমতো অক্সিজেনের জোগান দিয়েছিলো শুটিং স্পটে। সম্পূর্ণ ব্যাপারটাকেই একটা এনার্জি বুস্টার হিসেবেই অবিহিত করেন পরিচালক। সর্বপরি “আমার আপনজন” এর সেটে প্রসেনজিৎ চ্যাটার্জী’র হটাৎ আগমনের বিষয়টিকে ছবির তৃতীয় সাসপেন্স বলা নিতান্তই বাহুল্য নয়।