শহরে আগমন ঘটেছে এক নতুন ডিটেক্টিভের,তবে এইবার কেবল গায়ের জোরে নয়, রহস্যের সন্ধান হবে বুদ্ধি এবং কলমের জোরে। কারণ বাংলায় আগমন ঘটেছে এক ওয়েদার রিপোর্টার ‘শান্তিলাল’এর। হ্যাঁ, ঠিকই শুনেছেন ,সাহেব বিবি গোলাম এবং মাছের ঝোল’এর মত জমাটিয়া দুটি ছবিতে একসাথে কাজ করার পর পরিচালক প্রতিম ডি. গুপ্তা এইবার তার দর্শকদের জন্য আনতে চলেছে তার পরিচালিত পরবর্তী রহস্যময় ছবি “শান্তিলাল ও প্রজাপতি রহস্য “।এতক্ষনে হয়ত বুঝেই গেছেন যে ছবির মুখ্য চরিত্রে রয়েছেন আমাদের প্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী,যার অভিনয় দক্ষতায় পরিচয় দিতে তার নামই যথেষ্ট।আর তার বিপরীতে আছেন বাংলার অন্যতম অভিনেত্রী পাওলি দাম।সম্প্রতি প্রকাশ্যে এক ছবির অফিশিয়াল ট্রেলার। ডিটেকটিভ জনারের গল্প হওয়ায় যদিও ছবির গল্প খুব একটা স্পষ্ট নয়। তবে ঋত্বিক-পাওলি এই দুই এর কম্বিনেশন সাথে পরিচালক প্রতিম ডি. গুপ্তার গল্প আবারও যে দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করতে চলেছে তা ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল সাইটে প্রকাশ্য।ছোট্ট একটি লিডের ওপর ভিত্তি করে কিভাবে একজন রিপোর্টার এক বড় সত্যের উদঘাটনে লেগে পরে,এই ছবিতে সেটাই দেখার। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রজাপতির অন্তর্ভুক্তি নিয়ে অনেক রহস্য দানা বেঁধেছে , তবে রহস্যের উন্মোচনের জন্য অপেক্ষা খুব বেশি দিনের নয় । তবে শান্তিলাল কি পারবে তার এই প্রজাপতি রহস্য ভেদ করতে ? সেটা জানতে গেলে আপনাকে কিন্তু হলমুখী হতেই হবে । কারণ দীর্ঘ্য প্রতীক্ষার ফসল বুনে ছবিটি আগামী ১৫’ই আগস্ট মুক্তি পেতে চলেছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে।