বাংলার অন্যতম দর্শনীয় স্থান সুন্দরবন , প্রকৃতি যেন নিজে হাতে সাজিয়েছে এই জঙ্গল কে । মানুষ পশু সমান ভাবে বসবাস করে চলেছে এই একই স্থানে তবে আজও কান পাতলেই শোনা যায় শত শত কান্নার আওয়াজ কারণ একই সাথে বসবাস করলেও দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তারা আজও একে অপরের কাছে অপরিচিত । পেটের দায় সুন্দরবন বাসীকে যেমন গভীর জঙ্গলে যেতে হয় মধু , কাঠ এর সন্ধানে ঠিক একই ভাবে খুদার তাড়নায় জঙ্গলের হিংস্রও পশুরাও বেরিয়ে পরে খাদ্দের সন্ধানে আর এর মাঝে শুধু পরে থাকে কিছু নির্মম , নৃশংস রহস্য ।
তাই এই চেনা সুন্দরবন আজও প্রত্যকের কাছে এক অজানা রহস্য , আর এই অজানা রহস্য নিয়েই পরিচালক প্রদীপ মিস্ত্রি বুনে ফেলেছেন আস্ত একটা সিনেমা . যদিও দর্শকের কাছে তার পরিচয় একজন কমেডি পরিচালক রূপেই কিন্তু সেই মোড়ক থেকে বেরিয়ে একেবারে অন্যধাঁচে পরিচালক বানিয়ে ফেলেছেন সুন্দরবনের গপ্পো ।
এই গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে দুই খুদে তবে আপনাদের মনে হতেই পারে সুন্দরবন এডভেঞ্চার এ দুই খুদে শিশু ? এখানেই পরিচালক প্রদীপ মিস্ত্রি চমকটি রেখেছেন . বোটে করে আমার – আপনার চোখে সুন্দরবন আর রাতের অন্ধকারে এই দুই খুদে শিশুর সুন্দরবন অভিজ্ঞতার মধ্যে এক নিখুঁত মাপকাঠিতে গল্পকে ফ্রেমবন্দি করেছেন পরিচালক আর সঙ্গে ক্যামেরায় যোগ্য সঙ্গত দিয়েছেন প্রিয়রঞ্জন বেহুরা . অন্যান্য চরিত্রে রয়েছেন দেবেশ রায়চৌধুরী , শান্তিলাল মুখার্জী , চিত্রা মুখার্জীর মতো অভিনেতারা। তবে গল্প শুনে এখনই দেখতে ইচ্ছে করলেও সেই স্বাদ পূরণ হতে আরও কিছুটা সময় লাগবে । সম্ভবত আগামী বছরের গোড়াতেই নিকটবর্তী প্রেক্ষাগৃহ দেখতে পাবেন এই খুদেদের এডভেঞ্চার , ততোক্ষন চোখ থাকুক GulGal.কম এ ।