
সালটা ২০০৮, বাঙালির মুখে মুখে তখন একটাই প্রশ্ন ‘ভালবাসা কেন এত অসহায়?’ আর যে জুটি এই প্রশ্ন জাগিয়েছিল আজ ১০ বছর পর ভাঙনের পথে তারা। রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত রাহুল-প্রিয়াঙ্কার দাম্পত্য জীবন আজ আইনের কাঠগড়ায়। দীর্ঘদিনের প্রেম, লিভ-ইন, বিয়ে। সম্পর্কে পূর্ণতা আসে ছেলে সহজের হাত ধরে। কিন্তু সুখ সইল না। ফাটল ধরলো খেলাঘরে। আলাদা হয়ে গেলেন রাহুল-প্রিয়াঙ্কা। আর তার সঙ্গে সঙ্গে রাহুলের বিরুদ্ধে উঠল একাধিক অভিযোগের আঙুল। পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়েই সব মিটমাট করতে চেয়েছিলেন বলে দাবী প্রিয়াঙ্কার। কিন্তু রাহুলের অসহযোগিতায় নাকি তা সম্ভব হয়নি। ইতিমধ্যে রাহুলের কাছে খোরপোশ দাবী করেছেন প্রিয়াঙ্কা। সেবিষয়ে আইনি নোটিশও গেছে রাহুলের কাছে। প্রতারণা ও নির্যাতনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আবারও স্বামীর বিরুদ্ধে আদালতের দ্বারস্হ নায়িকা। অভিযোগ ছেলে সহজের দায়িত্ব নিতে নারাজ রাহুল।
আরও পড়ুন : অবশেষে ‘পিউপা’ প্রস্তুত বক্সঅফিসে স্বপ্নের উড়ানের জন্য!
কিছুদিন আগে সহজের স্কুলে ভর্তি হওয়ার কথা ছিল, তখন নাকি কোনোরকম সহযোগিতা করেননি রাহুল। শুধু তাই নয়, নানানভাবে নাকি সহজের মন বিষিয়ে তুলছেন বাবা। যদিও এবিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিনেত্রীর। চলতি মাসের প্রথমদিকে একটি সাক্ষাৎকারে মামলার কথা স্বীকার করলেও বিষয়টি বিচারাধীন বলে প্রসঙ্গ এড়িয়ে যান অভিনেতা। তবে লোক দেখিয়ে সম্পর্ক টেকাতে রাজি নন কেউই। প্রিয়াঙ্কার বক্তব্য পুরোটাই তিনি সহজের জন্য করছেন, তাঁর নিজের কিছুই চাইনা। আগামী জুলাইয়ে মামলার শুনানি। প্র্রসঙ্গত, কাজ শুরু হয়েছে ‘ব্যোমকেশ গোত্র’-এর। এই ছবিতে অভিনয় করতে চলেছেন রাহুল-প্রিয়াঙ্কা উভয়েই।