Home সিনেমা হলিউড ফিরে আসছে টার্মিনেটর !

ফিরে আসছে টার্মিনেটর !

ব্বইএর দশকে ঝড় তোলা টার্মিনেটর সিরিজ দেখেনি এমন লোক খুব কম আছে। ভবিষ্যৎ থেকে আসা দুই রোবোটের লড়াই। জেমস ক্যামেরনের টার্মিনিটর টু তো বক্স অফিস ভেঙে ফেলেছিল। আর্নল্ড শোয়ার্জেনেগারকে দেখে মুগ্ধ হয়েছিল সবাই। হলিউডে তারপরও বার হয়ে গেছে আরো কয়েকটি টার্মিনটর। আর্নল্ড ছাড়াও অভিনয় করেছে ক্রিশ্চিয়ান বেল, এমিলিয়া ক্লার্কের মত অভিনেতারা। কিন্তু সেভাবে সফলতা আনতে পারেনি৷ সেইজন্য এবছর সেজেগুজেই আসছে নতুন টার্মিনেটর।

টার্মিনেটর ফ্রাঞ্চাইজি এবার ঢেলে সাজিয়েছে সব। পরিচালক হিসাবে এসেছে ডেডপুলখ্যাত টিম মিলার। ফিরে এসেছে সারা কনার (টিন্ডা হ্যামিলটন)। সাথে আর্নল্ড তো থাকবেই। এছাড়া ম্যাকেঞ্জি ডেভিস, নাতালিয়া রাইস রয়েছেন। ২৩ শে মে ট্রেলার রিলিজ হয়েছে টার্মিমিনেটর ডার্ক ফেটের। এটা এই সিরিজের ষষ্ঠ সিনেমা। ট্রেলরটি যথেষ্ট ভালো এবং বুদ্ধিদীপ্ত হয়েছে। অ্যাকশন মাটি থেকে আকাশ সব জায়গাতেই আছে। কাহিনী অবশ্যই জেমস ক্যামেরনের। টার্মিনেটর ভক্তরা এবার গভীর আগ্রহে থাকবে সন্দেহ নেই।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

মহালয়ার সেরা পাঁচ ‘ মহিষাসুরমর্দিনী ‘

আকাশবাণী কলকাতার 'মহিষাসুরমর্দিনী 'র পর টেলিভিশনে 'মহিষাসুরমর্দিনী' সবার কাছেই ভালোবাসার। কিন্তু এখন অনেক চ্যানেল হওয়া সত্ত্বেও টিভির মহালয়া দর্শকের বিরক্তি উদ্রেক করে। সেই মেগার...

পুজোর সেরা পুরুষ কে ? এবার পুজোয় অভিনব উৎসব !

পুরুষ। পুরুষ যেন পড়ে পাওয়া চোদ্দ আনা। নারী দিবস নিয়ে হৈচৈ। নারী দিবসের দরকার তো আছেই কিন্তু পুরুষ দিবস কবে কোনদিন আমরা কজন জানি?...

এবার মহালয়াতেই অকাল বোধন !

দেবী দুর্গার ত্রিনয়ন, যার জ্যোতিতে আলোকিত বিশ্ব। সৃষ্ট প্রাণ। আমরা দেবী দুর্গাকে চোখে দেখিনি দেখিনা। কিন্তু দুর্গা মানে এক শক্তি। নারী শক্তি। ধরিত্রীতে সকল...

নটবর ১০০তেও নটআউট !

বাবা সতু রায় ছিলেন নির্বাক যুগের বিখ্যাত অভিনেতা। কিন্তু তাতে ছেলের বিশেষ কিছু সুবিধে হয়নি। তাঁর জন্ম বরিশালে। বাবা পরে চলে আসেন কলকাতায়। শেষে...

তোমায় আমায় মিলে !

তাঁরা দুজনে অতনু ঘোষের দুটি ছবি পৃথক ভাবে করেছেন। 'ময়ুরাক্ষী' এবং 'বিনি সুতোয়'। কাদের কথা বলছি? হ্যাঁ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান। কিন্তু এবার...