
চলতি বছর পুজোতে আসতে চলেছে অরিন্দম শীলের ব্যোমকেশ সিরিজের পরবর্তী ছবি ‘ব্যোমকেশ গোত্র’। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘রক্তের দাগ’ গল্পটি অবলম্বনে তৈরী হতে চলেছে এই ছবি। গল্পের প্রেক্ষাপট মুসৌরীর পাহাড়ের কোলে। আর সেজন্যই ব্যোমকেশের গোটা টিম উড়ে গিয়েছে মুসৌরী। আর পাহাড়ের মনভোলানো সেই সৌন্দর্যের মাঝে ব্যোমকেশের সুন্দরীদের নিয়ে ছবি তুললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সেই ছবি পোষ্ট করলেন নিজের ট্যুইটার অ্যাকাউন্টে।
‘ব্যোমকেশ গোত্র’-এ ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে আবীর চ্যাটার্জিকে। ছবিটি প্রযোজনা করছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সঙ্গীত পরিচালনায় বিক্রম ঘোষ। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার, অঞ্জন দত্ত, অনিন্দিতা বোস, বৈশাখী মার্জিত, অর্জুন চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, বিবৃতি চ্যাটার্জি, হর্ষ ছায়া, জয়দ্বীপ কুন্ডু ও ইন্দ্রাশিষ রায়কে। অজিতের চরিত্রে শাশ্বত চ্যাটার্জির জায়গায় অভিনয় করবেন রাহুল ব্যানার্জিকে।