
বর্ষার অকাল প্রয়াণে কালো মেঘ চিরে ধেয়ে আসছে শরতের হাওয়া। আর তা থেকেই পুজোর আমেজ কুড়িয়ে নিচ্ছেন অনেকেই। বাঙালির সেরা পার্বন বলে কথা। তাই ক্লাবে ক্লাবে খুটি পুজোর তড়িঘড়ি। মাতৃ আরাধনায় মগ্ন হতে যেন হুড়মুড়িয়ে কোমর বাঁধছেন সকলে। শুরুটা করেই ফেলেছে কলকাতার ‘বাঘাযতীন তরুণ সংঘ’। তাদের এবার ৬৯ বছরে পা। ৬৯ বছর বয়সী এই ক্লাব ইতিমধ্যেই খুটি পুজোর মধ্য দিয়ে পুজোর আমেজ গায়ে লাগিয়ে ফেলেছে। তাও আবার টলিতারকাদের তত্ত্বাবধানে। গত রবিবার ‘বাঘাযতীন তরুণ সংঘ’র খুটি পুজোয় উপস্থিত ছিলেন টিম ‘ক্রিসক্রস’র তারকারা। বিরসা দাশগুপ্ত পরিচালিত আপকামিং ছবি ‘ক্রিসক্রস’। তাতে অভিনয় করেছেন প্রিয়াংকা সরকার, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী’রা। এদিন খুটি পুজোই উপস্থিত ছিলেন বিরসা দাশগুপ্ত নিজেও।
বাঘাযতীন তরুণ সংঘ জানাচ্ছে তাদের এবারের পুজোর মুখ প্রিয়াংকা সরকার। রীতিমতো খুটি পুজোর দিনেই সেই মুখের আদল চোখে ধরে ফেললেন অনেকেই।