
পরিচালক নীল মাধব পান্ডার বিখ্যাত সিনেমা ছিল আই অ্যাম কালাম। বোধহয় সবারই দেখা। কিন্তু এই সিনেমাটা হয়ত অনেকেই মিস করে গেছেন।
কৌন কিতনে পানি মে (২০১৫) – ঘটনার শুরু হয় যখন উঁচু ও নিচু জাতে দুই জনের প্রেম তাতে এক রাজা হত্যা করে নিজের সন্তান আর নিচু জাতের ছেলেটাকে। কিছুদিন পরে সেই জাতের মানুষ আলাদা হয়ে যায় এবং সুখে শান্তিতে চাষবাস করতে থাকে। এদিকে রাজার রাজ্যে ক্রমশ জল শুকিয়ে জেতে থাকে এবং হাহাকার শুরু হয়। এইবার কাহিনী শুরু হয় নতুন প্রজন্মকে নিয়ে। এখন রাজা হলেন সৌরভ শুক্লা। আর তার ছেলে কুনাল কাপুর। আর ওই রাজ্যের প্রধান ছিল গুলশান গ্রোভার। এরপর নানা ফন্দি এঁটে বাবা আর ছেলে রাজ্যে জল আনার চেষ্টা করে। বাকিটা সিনেমাটা দেখলেই জানতে পারবেন। সিনেমায় সৌরভ শুক্লার অভিনয় সত্যিই অনবদ্য। কিন্তু সেটা চোখের আড়ালেই চলে গেল। অসাধারণ কমেডির মোড়কে উঠে এসেছে ভারতের জাতপাত, জলকষ্ট। গল্পটা এতটাই ভাল আর ইউনিক যে দেখতে বসলে শেষ করেই উঠতে চাইবে সবাই। ব্যাকগ্রাউন্ড স্কোর সত্যিই সুন্দর।